January 06, 2014

অস্ট্রেলিয়ান রিসার্চ ভিসা এপ্লিকেশন-১০১ : মেডিকেল চেক-আপ

(এই পোস্ট এর সব আলোচনা এবং তথ্য অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা- সাব ক্লাস ৫৭৪ এর জন্য প্রযোজ্য। এই পোস্ট এর সকল ইনফরমেশন শেয়ার করা যাবে লেখকের নাম এবং এই পোস্ট এর লিঙ্ক উল্লেখ করলে। লেখাটি পরিবর্তন করে প্রকাশ করতে চাইলেও এই পোস্ট এর লেখকের নাম এবং এই পোস্ট এর লিঙ্ক উল্লেখ করতে হবে)

এপ্লিকেশন সাবমিট করে চলে আসুন। দিন দুয়েকের ভেতর হাইকমিশন থেকে ইমেইল করে মেডিকেল করতে বলবে, সাথে যদি ওরা আর কোন ডকুমেন্ট লাগে সেটাও জানাবে। মেডিকেল এর জন্য যে পিডিএফ ফাইল পাঠিয়েছে সেটা প্রিন্ট করুন, ওখানে একটা লিঙ্ক আছে সেখানে যেয়ে হ্যাপ আইডি আর অন্যান্য ইনফরমেশন দিয়ে লগিন করুন এবং প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করুন। একটা রেফারেল লেটার আসবে, সেটা প্রিন্ট করুন। এই কাজটা সকল এপ্লিকেন্ট এর জন্য একবার করে রিপিট করুন।


মেডিকেল এর জন্য যে পিডিএফ ফাইল পাঠিয়েছে সেটাতে অফলাইন মেডিকেল এর জন্য দুইটা ফর্ম এর কথা বলা আছে। বাংলাদেশের সবগুলা অনলাইন ক্লিনিক (আরেকটা পিডিএফ পাঠাবে, সেটাতে মেডিকেল এর ক্লিনিকগুলার ঠিকানা থাকবে) হলেও এই দুইটা ফাইল প্রিন্ট করে নিয়ে যান, পারলে ফিল আপ করে নিয়ে যান। আপনি প্রিন্ট না করলে মেডিকেল এর ক্লিনিকগুলা এইটা সাপ্লাই করবে। তবে তার জন্য শখানেক টাকা অন্তত চার্জ করবে। 
( বাংলাদেশের কোন সেন্টার কি আর এখনো পুরা ডিজিটাল হয়েছে !!!) আমি মেডিকেল করেছিলাম ইবনে সিনা থেকে। এটা মধ্য বাড্ডা থেকে উত্তর বাড্ডা যাওয়ার সময় রাস্তার বামদিকে পড়বে, হোসেন মার্কেট এর উল্টোদিকে। এর আট তলায় ৮০২ নাম্বার রূমে চলে যান। প্রত্যেক এপ্লিকেন্ট এর তিন কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেয়েন।

স্টুডেন্ট ভিসার জন্য পার পার্সন ২০০০ টাকা নেবে (এই ফি অন্যান্য মেডিকেল সেন্টারগুলাতে ৩৮৫০ টাকার মত), ইউরিন টেস্ট, হাইট, ওয়েট নেবে, হার্টবিট দেখবে, প্রেশার দেখবে, চশমার টেস্ট করবে। ডিজিটাল ক্যামেরা দিয়ে একটা করে ছবি তুলবে। এরপর একটা কাগজ হাতে ধরিয়ে তিন তলায় যেয়ে বুকের এক্স-রে করতে বলবে। এক্স-রে করা হলেই আপনার মেডিকেল শেষ। আপনি যদি মহিলা হন অথবা সাথে মহিলা থাকে তাহলে মেডিকেল যেখান থেকে করবেন সেখানে ফোন দিয়ে জেনে নিতে পারেন মহিলা ডাক্তার কবে থাকবে।


সকাল সকাল গেলে সম্পুর্ন প্রসেস এ ৩০-৫০ মিনিট সময় লাগবে।

কোন ডকুমেন্ট সাবমিট করা বাকি থাকলে সেগুলা সাবমিট করে ফেলেন। তারপর খালি অপেক্ষা করেন আর মেইল ইনবক্স চেক করতে থাকেন। ভিসা ডিসিশান ইমেইল করে ওরা জানিয়ে দেবে। আর এপ্লিকেশন ট্র্যাক করতে পারেন এখান থেকে http://www.vfs-au.com.bd/track_your_application.html

এই টপিকের ওপর বাকি লেখাগুলো এখানে পাবেনঃ

No comments:

Post a Comment